করোনা চিকিৎসায় ট্রাম্পকে দেয়া থেরাপি ব্যবহারে অনুমতি দিলো এফডিএ

0

ডেস্ক রিপোর্ট: করোনা চিকিৎসায় ডোনাল্ড ট্রাম্পকে দেয়া এন্টিবডি থেরাপি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিলো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা- এফডিএ। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি রিজেনেরন তৈরি করেছে এ এন্টিবডি থেরাপি। ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুটি অ্যান্টিবডির সমন্বয়ে এই থেরাপি তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে রিজেনেরন ফার্মার তৈরি একটি পরীক্ষামূলক মনোক্লোনাল অ্যান্টিবডি মিশ্রণ জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছিল। এরপরই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে হোয়াইট হাউসে ফিরে যান তিনি। তবে করোনায় আক্রান্ত হওয়ার কারণে যেসব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয় এবং অক্সিজেন থেরাপি নিতে হয়, তাদের ক্ষেত্রে রিজেনেরনের থেরাপি প্রয়োগ করা যাবে না।

Share.