ডেস্ক রিপোর্ট: ‘ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, মোদি অবশেষে বুঝলেন, করোনা জাত-ধর্ম মানে না! আগে বুঝলে আরও বেশি উপকার হত না?’ ঠিক এভাবেই আক্রমণাত্মক ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কাশ্যপ। গতকালই মোদি এক টুইটে বলেছিলেন, করোনা ভাইরাস জাত-ধর্ম এসব মানে না। ভাইরাল সেই টুইটে তিনি আরও জানান, সময় এসেছে জাতি-ধর্ম ভুলে দেশের দুর্দিনে একাট্টা হয়ে লড়ার। মোদির সেই টুইটের জবাবেই আরেক টুইটে তাকে আক্রমণ করেন অনুরাগ।
প্রসঙ্গত, শনিবার উত্তরপ্রদেশের একটি হাসপাতাল বিজ্ঞাপন দিয়েছিল, মুসলিমদের ক্ষেত্রে করোনা ভাইরাস পরীক্ষার পরেই ভর্তি করবে তারা। যা নিয়ে গোটা ভারতে তীব্র সমালোচনা শুরু হয়। তার প্রেক্ষিতেই টুইট করেন মোদি। তিনি বলেন, করোনা ভাইরাস সবাইকে সমানভাবে আক্রমণ করে। কোভিড-১৯ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না। আমাদের প্রত্যুত্তর দেয়া উচিত একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে থেকে। আমরা সবাই এর বিরুদ্ধে একসাথে লড়বো। সর্বশেষ খবর অনুযায়ী, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। মৃতের সংখ্যা ৫১৯। আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ২,০৫৩ জন।