লকডাউনে লন্ডন ছেড়েছে আড়াই লাখ বাসিন্দা

0

ডেস্ক রিপোর্ট: লকডাউনের আগে লন্ডন ছেড়ে গ্রামাঞ্চলে চলে গেছে প্রায় আড়াই লাখ বাসিন্দা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিশ্লেষণে দেখা গেছে, ২৩ শে মার্চ লকডাউন শুরুর আগে হাজার হাজার নগরবাসী যুক্তরাজ্যের কম জনবহুল অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল। কেবল লন্ডন ছেড়ে গ্রামাঞ্চলে চলে যায় প্রায় আড়াই লাখ বাসিন্দা। এই গবেষণাটির জন্য বিজ্ঞাপন সংস্থা কুয়েবিকের স্মার্টফোন অ্যাপ্লিকেশন থেকে সংগৃহীত ডাটা বিশ্লেষণ করা হয়। গবেষণা অনুসারে, বেশিরভাগ লোক ইস্ট ইংল্যান্ড ও সাউথ ইস্টের দিকে গিয়েছেন। যাদের বড় অংশটিই মার্চের প্রথম দিকে স্থানান্তরিত হয়েছেন। এদিকে ডেভন, কর্নওয়েল, ওয়েলস ও নরফোকের পুলিশ সরকার আরোপিত চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর করতে লড়াই চালিয়ে যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা তথ্য মতে, লোকজন ১২ই মার্চ থেকে লন্ডন ছেড়ে যেতে শুরু করে। লকডাউনের পরেও এ ধারা চলে। লকডাউনের পরের ১৫দিনের মধ্যে স্থানান্তরিত লোকের সংখ্যা দাঁড়ায় প্রায় আড়াই লাখ। যারা লন্ডন ছেড়ে গেছেন তাদের ৫০ শতাংশেরও বেশি লোকের গন্তব্য ছিল ইংল্যান্ডের পূর্বাঞ্চলে। দক্ষিণ-পূর্বাঞ্চলে গেছে ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ গেছে দেশের অন্যান্য অঞ্চলে। অন্যদিকে মানচেস্টার ও বার্মিংহাম থেকেও হাজার হাজার মানুষ অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত হয়েছেন। লন্ডনের উদ্দেশ্যে মানচেস্টার ছেড়েছেন হাজার হাজার মানুষ। ইয়র্ক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে গেছেন অন্তত ৩০ হাজার মানুষ। বার্মিংহাম সিটি থেকে আশপাশের টাউনগুলোতে (ওয়েস্ট মিডল্যান্ড) স্থানান্তরিত হয়েছেন প্রায় ২০ হাজার বাসিন্দা।

Share.