করোনা প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল গঠন

0

ঢাকা অফিস: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।  শনিবার স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এরইমধ্যে ২০০টির বেশি দেশে ছড়িয়েছে। প্রতিদিন নতুনভাবে অসংখ্য মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই সময়ে করোনাভাইরাস প্রতিরোধে আইন শৃঙ্খলা সহায়তা এবং এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জননিরাপত্তা বিভাগের ‘করোনাভাইরাস প্রতিরোধে আইনশৃঙ্খলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেল’ নামে একটি সেল গঠন করা হয়েছে। এ সেলে প্রতিদিন একজন করে মোট ৮ জন সিনিয়র সহকারী সচিব ও উপ সচিব দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরিফ মাহমুদ অপু প্রতিদিন একবার সেল থেকে সংবাদ সংগ্রহ করে মিডিয়ায় তথ্য দেবেন।প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ মার্চ দায়িত্ব পালন করবেন রাজনৈতিক-৬ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শাহে এলিদ মাইনুল আমিন ও তার শাখার কর্মচারীরা। তিনি রাজনৈতিক-৬ অধিশাখার কক্ষ নং-৪ এ বসবেন। ২৭ মার্চ বসবেন রাজনৈতিক-৩ অধিশাখার সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও তার কর্মচারীরা। তিনি রাজনৈতিক-৩ অধিশাখার ২১১ নম্বর কক্ষে বসবেন। ২৮ মার্চ বসবেন প্রশাসন-৩ অধিশাখার উপসচিব আবু হাসনাত মো. মঈনউদ্দিন ও তার কর্মচারীরা। তিনি ৩২০ নম্বর কক্ষে বসবেন। ২৯ মার্চ বসবেন এনটিএমসি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও তার কর্মচারীরা। তিনি বসবেন ২১৩ নম্বর কক্ষে। ৩০ মার্চ বসবেন পুলিশ-৫ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মু. আসাদুজ্জামান ও তার কর্মচারীরা। তিনি বসবেন পুলিশ অধিশাখার ১১৫ নম্বর কক্ষে। ৩১ মার্চ বসবেন রাজনৈতিক-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব কাইজার মোহাম্মদ ফারাবী ও তার কর্মচারীরা। তিনি বসবেন রাজনৈতিক অধিশাখার ২১৪ নম্বর কক্ষ।  ১ এপ্রিল বসবেন আনসার-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ জাহেদুর রহমান ও তার কর্মচারীরা। তিনি বসবেন আনসার অধিশাখার ১১৭ নম্বর কক্ষে। ২ এপ্রিল বসবেন বাজেট-১ অধিশাখার উপসচিব আবু নাছের ভূঁঞা ও তার কর্মচারীরা। তিনি বসবেন ১০৮/১ নম্বর কক্ষে। ৩ এপ্রিল বসবেন সীমান্ত-৩ অধিশাখার উপসচিব আরিফ আহমেদ খান ও তার কর্মচারীরা। তিনি বসবেন সীমান্ত অধিশাখার ৩ নম্বর কক্ষে। ৪ এপ্রিল দায়িত্ব পালন করবেন প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমান ও তার কর্মচারীরা। তিনি বসবেন ৩১৬ নম্বর কক্ষে।

Share.