করোনা ভাইরাসের কারনে চীন ভ্রমণে রেড অ্যালার্ট জারি করেছে যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় চীন ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নিজ দেশের নাগরিকদের চীন সফরের ওপর সর্বোচ্চ ৪ মাত্রার সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। কেবলমাত্র সবচেয়ে খারাপ ও উদ্বেগজনক পরিস্থিতিতে এই মাত্রার সতর্কতা জারি করা হয়। চীনের সব প্রদেশ ও বিশ্বের অন্তত ১৮টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। শুক্রবার (৩১ জানুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আমাদের পর্যটন সংস্থা চীন ভ্রমণে না যাওয়ার জন্য আমেরিকানদের জন্য সতর্ক করেছে। আর নির্দেশনা আসুক বা না আসুক অবশ্যই ভ্রমণকারীদের পর্যটন বিধিনিষেধ মেনে চলা উচিত। আমাদের বানিজ্যিক বিমানগুলো চীন থেকে আসা বা সেখানে যাওয়ার সময়সূচি পরিবর্তন করা হয়েছে; কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে।’ যেখান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যার ফলে ভাইরাসটির কেন্দ্রস্থল উহান শহরে মৃতের সংখ্যা ২০৪ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, গত সপ্তাহের চেয়ে আক্রান্তের সংখ্যা দশগুণ বেড়ে গেছে। সে কারণে আমেরিকানদের চীন সফর এড়িয়ে চলতে বলা হয়েছে। চীন বলছে তারা বিদেশি নাগরিকদের উহানের বাসিন্দাদের কাছ থেকে আলাদা করে রাখবে।

Share.