করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা তিনশ ছাড়াল

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীর টেলিভিশনের বরাত দিয়ে চ্যানেল  জানায়, শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০০। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই হুবেই প্রদেশের। কমিউনিস্ট পার্টির উহান শহরের এক শীর্ষ নেতা ডিসেম্বরের দিকে ছড়িয়ে পড়া এ ভাইরাস নিয়ে শুরুর দিকে স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে ‘অনুশোচনা’ প্রকাশ করেছেন। চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়। স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে।

Share.