করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০, আক্রান্ত ছাড়িয়েছে ২৭০০

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৫ জনই হুবেই প্রদেশের। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪৪ জনে। এর আগে রবিবার এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬ জন জানানো হয়। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উহান শহরের এক চিকিৎসা কর্মী দাবি করেছেন ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে ৯০ হাজার ছাড়িয়েছে। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। সোমবার সকালে বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে মৃতদের সবাই হুবেই প্রদেশের। এছাড়া দেশব্যাপী আক্রান্তদের মধ্যে ৪৬১ জনের অবস্থা গুরুতর। নতুন এই ভাইরাস নিয়ন্ত্রণে হুবেই প্রদেশে যাতায়াতের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ। ২০০২-০৩ সালে সার্স (সেভার একিউট রেসপাইরেটরি সিনড্রোম) সংক্রমণও বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে। ওই ভাইরাসটিও চীন থেকে উদ্ভব হয়। এতে চীন ছাড়াও বেশ কয়েকটি দেশের শত শত মানুষ নিহত হয়।

Share.