করোনা ভাইরাস: কোনও চ্যাম্পিয়ন নেই, ডাচ লিগ বাতিল

0

 স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস সংকটের প্রথম শিকার হয়ে বাতিল হলো ডাচ ২০১৯-২০ মৌসুমের ইআরডিভিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৪-৪৫ মৌসুমে কোনও দল শিরোপা পায়নি, কোনও দলের উত্তরণ বা অবনমনও দেখেনি নেদারল্যান্ডসের শীর্ষ লিগ। পঁয়ষট্টি বছর পর আবারও একই ঘটনার সাক্ষী হলো ইয়োহান ক্রুইফ, রুড খুলিত, ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ডদের মতো ফুটবল কিংবদন্তিদের গড়ে তোলা এই লিগ। এই সপ্তাহে ডাচ সরকার আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলা নিষিদ্ধ করে দেওয়ায় এবারের ফুটবল মৌসুমের অকাল সমাপ্তি প্রায় অনিবার্য হয়ে উঠেছিল। আর শুক্রবার লিগ কর্তৃপক্ষ, ১৮টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক হয়েই চূড়ান্ত করে এই সিদ্ধান্ত। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান মনে করে এতে নেদারল্যান্ডসে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে ঠিকই, তবে একটি দৃষ্টান্তও তৈরি হয়েছে যা অনুসরণ করতে পারে ইউরোপের অন্য দেশগুলোও। ইআরডিভিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলাটা ঠিক নয়, কারণ কোনও চ্যাম্পিয়নই এখানে নেই। কারণ এখনও প্রতিযোগিতার অনেকগুলো রাউন্ড বাকি। আমরা মনে করি, এ অবস্থায় আমরা প্রমোশন ও রেলিগেশনের বিষয়টিও প্রয়োগ করতে পারি না।’ চ্যাম্পিয়ন বা উত্তরণ-অবনমন নির্ধারণ করা না হলেও লিগ টেবিল অনুসারে উয়েফা নির্দেশনা মেনে ইউরোপীয় প্রতিযোগিতার জন্য দলগুলোকে নির্বাচন করা হয়েছে। লিগের শীর্ষ দল আয়াক্স চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত প্লে-অফে জায়গা পেয়েছে, আর দ্বিতীয় স্থানে থাকা এজেড আলকমার খেলবে ওটার বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে। তৃতীয় স্থানে থাকা ফেইনুর্ড খেলবে ইউরোপা লিগের গ্রুপ পর্বে, আর চতুর্থ পিএসভি আইন্দহোফেন ও চতুর্থ ভিলেম-টু জায়গা পেয়েছে একই লিগের বাছাইপর্বে। ইউরোপীয় প্রতিযোগিতার জন্য কয়েকটি দলের নির্বাচনী সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান থেকে। ৯টি করে ম্যাচ এখনও বাকি, আয়াক্স এজেডের চেয়ে শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে রয়েছে শীর্ষে। ইউট্রেখ্ট এক ম্যাচ হাতে রেখে ভিলেম-টু থেকে পিছিয়ে তিন পয়েন্টে, যদিও গোল ব্যবধানে এগিয়ে। কিন্তু স্থগিত থাকা লিগ বাতিল করার এই সিদ্ধান্তের ক্ষেত্রে সবচেয়ে বড় বিতর্কের জায়গাটা দলের উত্তরণ স্থগিত রাখা।

Share.