ডেস্ক রিপোর্ট: করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আট হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জনের শরীরে। ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে প্রায় আড়াই হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ২৩ হাজার ৯০০ জনে। এ সময়ে শনাক্তের সংখ্যাও বেড়েছে। আগের দিনের তুলনায় সাড়ে তিন লাখে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪২ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ১৯৪ জন। বুধবার সকালে করোনার সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে এক লাখ ৫৮ হাজার ৫০৭ জন এবং মারা গেছে ৩২৯ জন। ইউরোপের এই দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৭৬২ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে এক লাখ ২২ হাজার ৩৬৯ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে এক হাজার ৪৫৭ জন। শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৮৮৭ জন। মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আট কোটি দুই লাখ ৫৯ হাজার ৮৮১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে নয় লাখ ৬৩ হাজার ২২০ জন। সংক্রমণের হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ২৮১ জন এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০২ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে চার কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৪৩১ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১২ হাজার ৬৫১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম অজানা ভাইরাস হিসেবে করোনার সংক্রমণ ধরা পড়ে। এর পর সেটি করোনা বলে শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ডেস্ক রিপোর্ট: