শান্তিরক্ষার নামে সেনা প্রেরণ, ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে রাশিয়া: জাতিসংঘ মহাসচিব

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে শান্তিরক্ষার নামে সেনা প্রেরণ করেছে রাশিয়া। এ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং তা জাতিসংঘের সনদের নীতি বিরোধী বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তারপর ওই অঞ্চলে শান্তিরক্ষার উদ্দেশ্যে রুশ সেনা পাঠানো হয়। আন্তেনিও গুতেরেস বলেন,‘কোনো দেশের সম্মতি ছাড়া অন্য কোনো দেশ তার ভূখণ্ডে সেনা পাঠালে, তারা নিরপেক্ষ শান্তিরক্ষী হতে পারে না। তারা মূলত শান্তিরক্ষীই নয়।’ ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনা শুরু হয়। শুরুতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এ সংকট নিরসনের চেষ্টা হলেও তা আশার আলো দেখেনি। উল্টো, ইউক্রেনের উপর চাপ তৈরিতে দেশটির সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ইউক্রেনে আক্রমণ হলে নিষেধাজ্ঞার হুমকি দিতে থাকে পশ্চিমা মিত্ররা। কিন্তু নিষেধাজ্ঞার হুমকি অগ্রাহ্য করে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ফলে, ওই অঞ্চলগুলোতে অচিরেই বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্লেষকরা।

 

Share.