করোনা মোকাবিলায় ভারতে যাচ্ছে ইসরায়েলের বিশেষ টিম

0

ডেস্ক রিপোর্ট:করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর এ দেশটি ছোট্ট ভাইরাসের বিরুদ্ধে চরমভাবে নাস্তানাবুদ। মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে মহামারি মোকাবিলায় ভারতে একটি বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা রোববার (০৯ মে) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।তিনি বলেন, মহামারি মোকাবিলায় আমরা ভারতের পাশে আছি। আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র‍্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব। ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত।’ বন্ধু দেশ ভারতকে সাহায্য করার জন্য ইসরায়েল সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বলেও জানান ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা।

Share.