করোনা সংকট: পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

0

ডেস্ক রিপোর্ট: নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ওপর করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর প্রভাব পর্যালোচনায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক আহ্বান করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাল বৈঠকটি হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নির্বাহী কমিটির এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবে ওআইসির বর্তমান সভাপতি দেশ সৌদি আরব। এক বিবৃতিতে ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন বলেন, পররাষ্ট্রমন্ত্রীরা ওআইসিভুক্ত দেশের নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে করোনা মহামারি কী ধরনের প্রভাব ফেলবে সেটা বিচার-বিশ্লেষণ করবেন এবং সংকট উত্তরণের উপায় খুঁজতে চেষ্টা করবেন। করোনার নেতিবাচক প্রভাব কমাতে ওআইসি সেক্রেটারিয়েট এবং এর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে চলেছে বলে জানিয়েছেন তিনি।

Share.