করোনা সংক্রমণ কমলেও মহামারি শেষ হয়নি: ডব্লিউএইচও

0

ডেস্ক রিপোর্ট:  বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও মহামারি শেষ হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল বুধবার এক সতর্ক বার্তায় ডব্লিউএইচও জানায়, বিশ্বের ১১০টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, করোনা নিয়ে গবেষণা হুমকির মুখে পড়েছে। কারণ করোনার জিনোম সিকোয়েন্স কমে গেছে। ফলে অমিক্রন ও ভবিষ্যতে করোনার আরও ধরনগুলো চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় করোনার বিএ.৪ ও বিএ.৫- এ রূপ নিয়েছে। ১১০টি দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে তিনটিতে মৃত্যু বেড়েছে। তবে তুলনামূলকভাবে বিশ্বে মৃত্যুহার স্থিতিশীল আছে বলে জানান তিনি।

 

Share.