করোনা সচেতনতায় হ্যান্ডবিল বিতরণ

0

ঢাকা অফিস: নাটোরের গুরুদাসপুরে করোনা ভাইরাস সচেতনতায় হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। ২২ মার্চ রোববার  গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনা ও তত্ত্বাবধানে পৌর সদরের চাঁচকৈড় বাজারে ওই হ্যান্ডবিল বিরতণ করা হয়। এতে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়,প্রতিরোধের উপায়,আইইডিসিআরসহ গুরুদাসপুর স্বাস্থ্য বিভাগের হট লাইন নং দেয়া হয়। গুরুদাসপুর ক্লিনিক মালিক সমিতি ওই সচেতনতা কার্যক্রমের আয়োজন করে। জানা গেছে- করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে উপজেলার ৮টি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতি যৌথভাবে ওই প্রচারনা চালান। প্রচারণায় অংশ নেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার রবিউল করিম শান্ত। অন্যদের মধ্যে ক্লিনিক মালিক সমিতির পক্ষে ডা. মোহম্মদ আলী, হারুনুর রশিদ, সরকার মেহেদী হাসান, আবুল বাশার প্রমূখ হ্যান্ডবিল বিতরন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম জানান,করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে সচেতন করতে প্রচারপত্র বিলি করা হয়। তিনি আতঙ্কিত না হয়ে সর্বসাধারনকে সচেতন হতে পরামর্শ প্রদান করেন। কারো মধ্যে করোনা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে হটলাইন নম্বরে ফোন করার পরামর্শ দেন।

Share.