কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা

0

ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনের নোবেল পুরষ্কার বিজয়ী সাংবাদিক মারিয়া রেসা বুধবার কর ফাঁকি মামালা থেকে খালাস পেয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনেক অভিযোগের মধ্যেও এই রায়কে ‘সত্যের’ বিজয় বলে অভিহিত করেছেন তিনি। ২০২১ সালে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি। বর্তমানে সাইবার মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়াসহ আরও তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর ফলে অন্তত সাত বছরের জেলও হতে পারে। ম্যানিলা কোর্টরুমের বাইরে অশ্রুসিক্ত এবং প্রতিবাদী রেসা সাংবাদিকদের বলেন, ‘আজ, তথ্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে’। ট্যাক্স কোর্ট বলেছে, প্রসিকিউটররা ‘যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে’ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে রেসা এবং র‌্যাপলার হোল্ডিংস কর্পোরেশন বকেয়া আয়কর পরিশোধ করেছে।’ বুধবার রায়ের পর রেসা বলেছেন, এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে র‌্যাপলার কর ফাঁকিদাতা নয়। ৫৯ বছর বয়সী এই সাংবাদিক একাধিক মামলার সাথে লড়াই করছেন। মিডিয়া অ্যাডভোকেটরা বলেছে, প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এবং তার মাদক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার সমালোচনার কারণে রেসার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। রেসা এবং মুরাতভকে ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষার’ প্রচেষ্টার জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। একটি বিবৃতিতে র‌্যাপলার বলেছেন, ‘একটি প্রতিকূল সিদ্ধান্ত প্রেস এবং পুঁজিবাজার উভয়ের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলত… আপনার সাথে আমরা #হোল্ডদ্যালাইন চালিয়ে যাব।’ স্লোগানটি সংবাদপত্রের স্বাধীনতার জন্য তাদের লড়াইয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল।

Share.