কলকাতাকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই

0

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হোঁচট খেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল নয়। কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরল রোহিত শর্মার দল।মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়েছে। ব্যাট হাতে মাত্র ৫৪ বলে ৮০ রানের দারুণ ইনিংস খেলেন ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক রোহিত।দুবায়ের আবুধাবিতে রোহিত শর্মার ঝোড়ো ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রান করে মুম্বাই। নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠান। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল ছিল, প্রথম ইনিংস শেষে সেটা বোঝা গেছে। উদ্বোধনীতে ব্যাট করতে নেমে মুম্বাই অধিনায়ক ৫৪ বলে ৮০ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কুইন্টন ডি কক শুরুটা ভালো করতে পারেননি। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় মুম্বাই। শিবম মাভির বলে মারতে গিয়ে আউট হন ডি কক (১)। এরপর তিনে নামা সূর্যকুমার যাদব ও রোহিত মুম্বাইয়ের ইনিংস গোছানোর কাজটা শুরু করেন।সূর্যকুমার রানআউট হন ৪৭ রানে। দুজনে ৯০ রানের পার্টনারশিপ গড়ে মুম্বাইকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। পরে সৌরভ তিওয়ারি (২১), হার্দিক পান্ডিয়া (১৮) দ্রুত ফেরেন। তাই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি গেলবারের চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে কলকাতা। ব্যাট হাতে কলকাতার কেউই তেমন উজ্জ্বল ছিলেন না। শুরুতেই ভেঙে পড়ে ওপেনিং জুটি। দলের হয়ে সর্বাধিক ৩৩ রান করেন প্যাট কামিন্স। ২৩ বলে ৩০ রান করেন অধিনায়ক দিনেশ কার্তিক। বাকিদের ব্যাট থেকে তেমন রান আসেনি। মুম্বাইয়ের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন বোল্ট, প্যাটিনসন, চাহার ও বুমরাহ। একটি নেন কাইরন পোলার্ড।

Share.