কলকাতা বিমানবন্দরে আগুন, ব্যাহত বিমান চলাচল

0

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বুধবার (১৪ জুন) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১০টার দিকে দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া নয়টার দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপাচার কাউন্টারের পাশে হঠাৎ ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর চত্বর। সঙ্গে সঙ্গে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে বিমানবন্দরের পাঁচটি ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ব্যাহত হয় বিমান চলাচল ও পরিষেবা। আগুন লাগার ফলে ‘চেক-ইন’ প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়। রাত সাড়ে ১০টা নাগাদ ‘চেক-ইন’ প্রক্রিয়া আবার শুরু হলে স্বাভাবিক হয় পরিষেবা।

Share.