‘কাণ্ডজ্ঞানহীন’ হামলার পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে: ইরান

0

ডেস্ক রিপোর্ট: জেনারেল কাসেম সোলায়মানিকে কাণ্ডজ্ঞানহীন হামলার মাধ্যমে হত্যার পরিণতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। তিনি বলেন,  কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ওয়াশিংটন একটি ভয়ঙ্কর, কাণ্ডজ্ঞানহীন ও উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হামলায় নিহত হন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল কাসেম সোলায়মানি। ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঔদ্ধত্যপূর্ণ ও হঠকারী হামলার যেকোনো পরিণতির দায় ওয়াশিংটনকে বহন করতে হবে। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এখন যে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অঙ্গনে তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। জারিফ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী মার্কিন সেনাদের কাপুরুষোচিত হামলায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধের এই জেনারেলের শাহাদাতের ফলে তার রেখে যাওয়া প্রতিরোধ আন্দোলনের বটবৃক্ষ আরো বিশাল ও বিস্তৃত হবে।

Share.