কাতারে জয় পেয়েছেন কোকো ও সুইয়াটেকের

0

স্পোর্টস রিপোর্ট: কাতার ওপেনের শেষ ষোলোতে জয় পেয়েছেন ফেভারিট ইগা সুইয়াটেক, ক্যারোলিন গার্সিয়া, জেসিকা পেগুলা, ভেরোনিকা কুদেরমেতোভা এবং কোকো গফ। বুধবার দুর্দান্ত জয়েই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বাধা অতিক্রম করেন তারা। তবে ফেভারিটদের জয়ের দিনে দ্বিতীয় রাউন্ডেই হেরে আসর থেকে ছিটকে গেছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ইগা সুইয়াটেক। শেষ ষোলোর ম্যাচে তিনি ৬-০ এবং ৬-১ গেমে পরাজিত করেন আমেরিকার ড্যানিয়েল কোলিন্সকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার লাগে মাত্র ৫৩ মিনিট! প্রথম সেট তো জিতে নিয়েছিলেন ২১ মিনিটেই। দাপুটে জয়ের পর সুইয়াটেক খুব খুশি। তিনি বলেন, ‘সত্যি বলতে ড্যানিয়েলকে ছন্দে ফেরার সুযোগই দেয়নি। আক্রমণাত্মক খেলার লক্ষ্য ছিল। ঠিক সেভাবেই নিজের খেলাটা খেলতে পেরে আমি আনন্দিত।’ গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন ইগা সুইয়াটেক। যার শুরুটা করেছিলেন এই দোহা থেকেই। টানা ৩৭ ম্যাচ জয়ের বিস্ময়কর কীর্তি গড়ার পথে এখানেই উঁচিয়ে ধরেছিলেন তার জীবনের প্রথম ডব্লিউটিএ ১০০০ পর্যায়ের হার্ড-কোর্ট শিরোপা! কিন্তু নতুন বছরের সূচনাটা প্রত্যাশামাফিক হয়নি পোলিশ তরুণীর। মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই যে ছিটকে যান সুইয়াটেক। এলিনা রিবাকিনার কাছে হারের পর আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি তিনি। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কোর্টে নেমেই দোহাতে দাপট দেখালেন শীর্ষ বাছাই। এদিন আরেকটি সুখবর পান তার ভক্ত-অনুরাগীরা। অতিরিক্ত ক্লান্তিতে বেনচিচ কোয়ার্টার ফাইনাল থেকে নাম সরিয়ে নেওয়ায় ওয়াকওভারে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সুইয়াটেক। সেমিফাইনালে হয় কোকো গফ নয় ভেরোনিকা কুদেরমেতোভার মুখোমুখি হবেন সুইয়াটেক। শেষ ষোলোতে আমেরিকান তরুণী কোকো গফ ৬-৩ এবং ৭-৬ (৮/৬) ব্যবধানে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। আরেক ম্যাচে ভেরোনিকা কুদেরমেতোভা ৬-২ এবং ৭-৫ ব্যবধানে হারান সোফিয়া কেনিনকে। তবে শেষ ষোলোতে ঘাম ঝড়েছে ক্যারোলিন গার্সিয়ার। টুর্নামেন্টের পঞ্চম বাছাই এদিন মুখোমুখি হয়েছিলেন ক্যারোলিনা মুচোভার। কিন্তু প্রথম সেটেই মুচোভা রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় তুলে নেন। কিন্তু প্রথম সেট হারলেও পরের দুই সেটে দোর্দ-প্রতাপে ঘুরে দাঁড়ান গার্সিয়া। শেষ পর্যন্ত তিনি ৬-৭ (৩/৭), ৭-৫ এবং ৬-৪ ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্যারোলিনা মুচোভাকে। পরের রাউন্ডে ফরাসি তারকা গার্সিয়ার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি। গ্রীক তারকাও টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন। দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-৩ এবং ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে। এদিন দুটি ম্যাচ খেলেন দারিয়া কাসাতকিনা। প্রথম রাউন্ডে রাশিয়ান তারকা ৭-৬ (৭/৫) এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন রেবেকা মারিনোকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়ার কাছে হেরে যান তিনি। ম্যাচের ফল ৬-৩ এবং ৭-৬ (৯/৭)। তবে এদিন বড় অঘটন ছিল তিন সাবেক গ্র্যান্ডস্লামজয়ীর বিদায়। বেলিন্ডা বেনচিচ ১-৬, ৭-৬ (৭/৪) এবং ৬-৪ ব্যবধানে হারান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। যদিও পরে শেষ আট থেকে নাম প্রত্যাহার করে নেন সুইস তারকা। ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কোকে হারান জেসিকা পেগুলা। ফল ৬-২, ২-৬ এবং ৭-৫। কেভিতোভাকে পরাজিত করেন কোকো গফ। এর ফলে কাতার ওপেনের সাবেক তিন চ্যাম্পিয়নের বিদায় নিশ্চিত হলো। কেননা, প্রথম দিনেই যে বিদায় নেন এলিস মার্টেন্স এবং ক্যারোলিনা পিসকোভা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে পাত্তাই দেননি একাটেরিনা আলেক্সান্দ্রোভা। সরাসরি সেটে হারলেও মার্টেন্স অবশ্য লড়াই করেন আমেরিকান তারকা ড্যানিয়েল কোলিন্সের বিপক্ষে।

Share.