কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

0

স্পোর্টস ডেস্ক: কানাডার মধ্যাঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। উইনিপেগ শহর থেকে ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন। বাসটিতে অন্তত ২৫ জন ছিলেন। ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারি কমিশনার রব হিল বলেন, ‘সংঘর্ষের ফলে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।’প্রত্যক্ষদর্শী নির্মেশ ভাদেরা বলেন, ‘বাসটিতে আগুন ধরে গিয়েছিল। উদ্ধারকারীরা গাড়ি থেকে যাত্রীদের বের করার চেষ্টা করছিল।’ পুলিশ বলছে, দুই গাড়ির চালকই জীবিত আছেন। দুর্ঘটনার দায় স্বীকার করেনি কেউ। এ ঘটনায় শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘যারা আজ প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। তারা যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি অনুভব করতে পারি। মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে।’ প্রতিবেশী সাসকাচোয়ান প্রদেশে ২০১৮ সালের এপ্রিলে একটি ট্রাক গ্রামীণ রাস্তায় একটি জুনিয়র হকি দলকে পরিবহনকারী বাসকে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়। ২০১৯ সালে ওই ট্রাক চালককে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। কুইবেক প্রদেশে সেবার একটি বাস একটি গিরিখাতে পড়ে গেলে ৪৪ জন নিহত হয়।

Share.