শনিবার, নভেম্বর ২৩

কানাডা থেকে চীনা কূটনীতিককে বহিষ্কার

0

ডেস্ক রিপোর্ট: কানাডা সরকার টরন্টো-ভিত্তিক একজন চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে যিনি পার্লামেন্ট সদস্যকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনার পর দেশটি হংকংয়ে আইনপ্রণেতা মাইকেল চং এবং তার আত্মীয়দের টার্গেট করতে চাইছে বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার এক বিবৃতিতে কূটনীতিক ঝাও ওয়েইকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ ঘোষণা করেছেন। অটোয়াতে চীনের দূতাবাস বলেছে, তারা বহিষ্কারের নিন্দা জানায়। একটি কানাডিয়ান গোয়েন্দা প্রতিবেদনের পরে অটোয়া এই পদক্ষেপ নিয়েছে, যা গ্লোব অ্যান্ড মেইল পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যেখানে ঝাওকে উইঘুর সংখ্যালঘু জনসংখ্যার প্রতি চীনের আচরণের সোচ্চার সমালোচনার পর চং (৫১) সম্পর্কে তথ্য সংগ্রহে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়। এতে বলা হয়েছে, কানাডার গুপ্তচর সংস্থা বিশ্বাস করে যে চীন ‘চীন-বিরোধী অবস্থান’ রোধ করার প্রয়াসে হংকংয়ে চং-এর আত্মীয়দের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। ওই রাজনীতিবিদ ২০২১ সালে পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করেছিলেন যা উইঘুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা বলে ঘোষণা করেছিল। চীন অভিযোগ অস্বীকার করেছে এবং কিছুক্ষণ পরেই চংকে অনুমোদন দিয়েছে। জোলি সোমবার বলেছিলেন, কানাডা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ বরদাস্ত করবে না। কানাডার গুপ্তচর সংস্থাকে পার্লামেন্ট সদস্যদের এবং তাদের পরিবারকে হুমকির বিষয়ে অবিলম্বে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সে প্রকাশিত একটি বিবৃতিতে অটোয়াতে চীনের দূতাবাস বলেছে যে তারা বহিষ্কারের বিষয়ে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে। চং এবং তার পরিবারকে লক্ষ্যবস্তু করার অভিযোগের মধ্যদিয়ে কানাডা ‘অপবাদ ও মানহানির’ অভিযোগ এনেছে বলে চীন গত সপ্তাহে অভিযোগ করেছে। কানাডিয়ান মিডিয়া আউটলেটে ফাঁস হওয়া অন্যান্য গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে এই অভিযোগগুলো আসে, যেগুলো কানাডার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করার জন্য চীনকে অভিযুক্ত করেছে।

Share.