ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক একাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর ঘটানো বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে সরকার পরিচালিত প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় মার্শাল ফাহিম সামরিক একাডেমির প্রবেশ পথের কাছে হামলাটি হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। “সামরিক বাহিনীর তিন সদস্য ও দুই বেসামরিক নিহত হয়েছেন,” রয়টার্সকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি। এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচ জন বেসামরিক বলে জানিয়েছেন তিনি। আফগান ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউরোপিয়ান ওয়ার কলেজের আদলে গড়ে তোলা এই একাডেমিতে আগেও বেশ কয়েকবার হামলা হয়েছে। গত মে-তে চালানো এক হামলার দায় স্বীকার করেছিলো ইসলামিক স্টেট (আইএস) । একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবান জঙ্গিদের আলোচনা অব্যাহত থাকলেও সাম্প্রতিক মাসগুলোতেও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ওপর জঙ্গি হামলা থামেনি।
কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত-৫
0
Share.