কাবুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

0

ডেস্ক রিপোর্ট: ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠী বুধবার কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে। হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেটের স্থানীয় অধ্যায়ের আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছে, ‘কর্মচারী এবং রক্ষীদের মাঝখানে তার বিস্ফোরক বেল্টটি উড়িয়ে দেওয়ার আগে’ তালেবানের নিরাপত্তা বাধার কারণে একজন আইএস সদস্য পিছলে যায়। বুধবার যখন বিস্ফোরণ ঘটে তখন এএফপির একটি দল পাশের বাড়ির তথ্য মন্ত্রণালয়ের ভিতরে একটি সাক্ষাৎকার নিচ্ছিল। বাইরে অপেক্ষমাণ এক কোম্পানির চালক দেখলেন একজন ব্যাগ ধরে আছেন এবং কাঁধে রাইফেল নিয়ে লোকটি নিজেকে উড়িয়ে দেওয়ার আগে হেঁটে যাচ্ছেন। জামশেদ করিমি বলেন, ‘তিনি আমার গাড়ির পাশ দিয়ে চলে গেলেন এবং কয়েক সেকেন্ড পর একটি বিকট বিস্ফোরণ হল। ২০ থেকে ২৫ জনকে হতাহত হতে দেখেছি। আমি দেখেছি লোকটি নিজেকে উড়িয়ে দিচ্ছে।’ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বিস্ফোরণে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) নামে পরিচিত স্থানীয় আইএস শাখা দাবি করেছে যে বিস্ফোরণে কয়েকজন ‘কূটনৈতিক’ কর্মচারীসহ অন্তত ২০ জন হতাহত হয়েছে।’ ইতালীয় বেসরকারি সংস্থা ইমার্জেন্সি এনজিও বলেছে যে তারা ৪০ জনেরও বেশি আহত ব্যক্তিকে পেয়েছে। তারা কাবুলের একটি হাসপাতাল পরিচালনা করে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমরা রান্নাঘর এবং ক্যান্টিনেও বিছানা স্থাপন করেছি।’ বার্তা সংস্থা এএফপি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, তালেবান পতাকা দ্বারা চিহ্নিত মন্ত্রকের উঁচু প্রাচীরের কম্পাউন্ডের বাইরে রাস্তার উপর লাশ পড়ে আছে। কিছু আহত লোক মাটিতে চিৎকার করছে, সাহায্যের জন্য চিৎকার করছে এবং মুষ্টিমেয় দর্শক সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে। খোদ মন্ত্রনালয় খুব একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়নি। বিস্ফোরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানালার কাঁচও ভেঙে যায়। তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী মুহাজের ফারাহি এএফপিকে বলেন, ‘আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চীনা প্রতিনিধিদল থাকার কথা ছিল, কিন্তু বিস্ফোরণের সময় তারা উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না।’ তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদুল্লাহ মুত্তাকি বলেছেন, আত্মঘাতী বোমা হামলার সময় মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিল না। আফগানিস্তানে মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্ট টুইট করেছেন, কূটনীতিকরা ‘কমপক্ষে ২০ জন নিহত এবং আরও অনেক আহত হওয়ার খবর দেখেছেন। এই সহিংসতার কোনো উদ্দেশ্য নেই।’ আইএস সাম্প্রতিক মাসগুলিতে বিদেশী বা বিদেশী স্বার্থকে লক্ষ্য করে এমন এক ধরণের হামলার দাবি করেছে, যখন তালেবান প্রতিবেশী দেশগুলি থেকে বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে। গত মাসে কাবুলে চীনা ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় একটি হোটেলে বন্দুকধারীরা হামলা চালালে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হয়। সেই অভিযানটিও আইএস পরিচালনা করেছে বলে দাবি করেছে। তার ডিসেম্বরে কাবুলে পাকিস্তানের দূতাবাসে হামলার দায়ও নিয়েছিল। ইসলামাবাদ সেই হামলাকে তার রাষ্ট্রদূতকে ‘হত্যার প্রচেষ্টা’ হিসাবে নিন্দা করেছিল। প্রতিবেশী চীন আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য বলেছে যে, ২০২১ সালের আগস্টে তালেবান কাবুলে প্রবেশ করার পরে ‘বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক’ সম্পর্কের জন্য প্রস্তুত ছিল। বেইজিং তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে আফগানিস্তানের পর্যাপ্ত খনিজ সঞ্চয়গুলিতে বিনিয়োগের দিকে নজর দিয়েছে। অক্টোবরে কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঠে একটি মসজিদে হামলায় চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছিল, বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন যে এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। আইএস কর্তৃক দাবি করা আরেকটি হামলায় সেপ্টেম্বরে তাদের মিশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দুই রুশ দূতাবাসের কর্মী নিহত হয়। তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ শত শত মানুষ অন্যান্য হামলায় নিহত ও আহত হয়েছে। ইসলামিক স্টেট গোষ্ঠীর আফগানিস্তানের আঞ্চলিক অধ্যায়টি ইসলামিক স্টেট-খোরাসান নামে পরিচিত, একটি ঐতিহাসিক শব্দ যা ভারত, ইরান এবং মধ্য এশিয়া জুড়ে তারা শাসন করবে বলে আশা করে।

Share.