কিয়েভ অঞ্চলের স্কুলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-৩

0

ডেস্ক রিপোর্ট: কিয়েভ অঞ্চলের একটি বৃত্তিমূলক উচ্চ বিদ্যালয়ে রাতারাতি রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছে, বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। টেলিগ্রামে রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ‘তিন জন মারা গেছে, দুইজন আহত হয়েছে এবং একজনকে উদ্ধার করা হয়েছে। চারজন সম্ভবত ধ্বংসস্তূপের নিচে রয়েছে।’ কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। জরুরি পরিষেবাগুলো বলেছে, কিয়েভের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে একটি উচ্চ বিদ্যালয়ে আঘাত হানে। তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে। একই সূত্র জানিয়েছে, হামলায় দুটি ছাত্রের আবাসনের দুটি তলা এবং একটি বিল্ডিং ‘আংশিকভাবে ধ্বংস’ হয়েছে যা পড়াশোনার জন্য ব্যবহৃত হয়। জরুরি পরিষেবা অনুসারে স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে স্কুলের ৩০০ বর্গমিটারের বেশি এলাকার আগুন নিভিয়ে ফেলা হয়। রাশিয়া নিয়মিত ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এবং ড্রোন দিয়ে হামলা করে, প্রায়শই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বাসিন্দারা ঘর গরম করতে বা পানীয় জল পেতে বিপত্তির মুখোমুখি হয়।

Share.