কুইন্সটাউনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল

0

স্পোর্টস ডেস্ক: ঘরবন্দি অবস্থা থেকে মুক্তির পর প্রকৃতির সান্নিধ্যে এসেছেন ক্রিকেটারেরা। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ব্যাটে-বলের অনুশীলনের পাশাপাশি উপভোগ করছেন কুইন্সটাউনের পরিবেশ। মুক্তভাবে ছুটে বেড়াচ্ছেন পাহাড়-সমুদ্রে। সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন আফিফ-তাসকিনরা।তবে এই ঘুরে বেড়ানোর মধ্যেই সেখানকার অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিন ক্রিকেটার আফিফ হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ নাঈম। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিন আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। ওটা শেষ করে আমরা এর মধ্যে দুদিন অনুশীলন করেছি। প্র্যাকটিস সুবিধা এবং অনেক কিছুই এখানে অনেক সুন্দর। আজকে আমাদের অফ ডে ছিল, দলের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিজ করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালো যাবে।’কুইন্সটাউনের সুযোগ সুবিধা নিয়ে কথা বললেন আফিফও। তাঁর ভাষায়, ‘কোয়ারেন্টিনের পর এরকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি আমরা, আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে ভালো। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গত কালকে আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।’আরেক টপ অর্ডার ব্যাটসম্যান নাঈমের মুখেও শোনা গেল স্বস্তির বাণী, ‘ক্রাইস্টচার্চে সাত দিন কোয়ারেন্টিনে থেকে প্র্যাকটিস করেছি আমরা। ওখানকার উইকেটের চেয়ে এখানে উইকেট ভালো, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সব ঠিক আছে। আমি উপভোগ করছি।

Share.