সোমবার, ডিসেম্বর ২৩

কুয়াকাটায় অনুষ্ঠিত হলো বিরশাল হাফ ম্যারাথন

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে বিচ হাফ ম্যারাথন। ‘সকলের অংশগ্রহণ, হ্রাস পাবে প্লাষ্টিক দূষন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ ম্যারাথনের আয়োজন করে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিকাশের অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কসমিক কালচার ট্রাষ্ট। শুক্রবার ভোর ছয়টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয় এ ম্যারাথন। প্রায় ৩০০ অপেশাদার ও শৌখিন দৌড়বিদ ২১ কিলোমিটার হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার পাওয়ার রান ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহন করেন। দৌড়বিদরা সৈকতের জিরো পযেন্ট থেকে দৌড় শুরু করে লেম্বুর পর্যন্ত যান, সেখান থেকে আবার জিরো পয়েন্টে ফিরে আসেন। ২১ কিলোমিটার হাফ ম্যারথনে বয়স ভিত্তিক প্রথম রানার আপ হয়েছেন দীপ্ত টিভির নিউজ এডিটর কামরুল ইসলাম। আর ১০ কিলোমিটার পাওয়ার রান দৌড়ে প্রথম হয়েছেন মাহফুজ আহমেদ।

Share.