আগুনের কাছে হেরে গেলেন নারিসহ দুই কলম সৈনিক

0

ঢাকা অফিস: রাজধানীর বেলিরোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, তুষার হালাদার স্টারটেক নামের একটি অনলাইন পোর্টালের মাল্টিমিডিয়া বিভাগের ও অভিশ্রুতি শাস্ত্রী দ্য রিপোর্ট ডট লাইভে কাজ করতেন। শুক্রবার (০১ মার্চ)সকালে তুষারের চাচা সুমন হাওলাদারের ঢামেকে এসে মরদেহটি শনাক্ত করেন। অপরদিকে অভিশ্রুতির মরদেটি শনাক্ত করেন দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক মোঃ গোলাম রাব্বানী। নিহত তুষারের গ্রামের বাড়ি, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা শৌলজালিয়া গ্রামের দীনেশ চন্দ্র হাওলাদারের সন্তান। তিনি আরো বলেন, কিছুদিন আগে নতুন চাকরিতে যোগ দেওয়া তুষার তার নতুন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জন্য খাবার আনতে বেইলি রোডের কাচ্চি ভাই বিরানি আনতে গিয়ে তার মৃত্যু হয়। তুষার ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকশেষ করে দ্য রিপোর্ট ডট লাইভেও কাজ করতেন। নিহতের বাবা দীনেশ চন্দ্র হাওলাদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তিনি ছেলে মৃত্যুর খবর শুনতে পাই, এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না বাবা দীনেশ এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।তিনি বলেন তুষারের মা-বোন কেউ তার মৃত্যুর খবর জানে না তুষারে মা অসুস্থ তাই তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি। আমি কি করে ওর মাকে এই মৃত্যুর খবর জানাবো। অপরদিকে দ্য রিপোর্ট ডট লাইভের প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী বলেন, সকালে আমরা জেনেছি অভিশ্রুতিকে শেখ হাসিনা জাতীয় বার্নের ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। প্রথমে অজানা থাকলে আমরা গিয়ে তাকে সনাক্ত করি। তিনি আরও জানান, অভিশ্রুতির গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলায়, বর্তমানে,সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন। পরিবারে স্বজনদের খবর দেয়া হয়েছে। সে ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের স্নাতকের পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা পেশায় দ্য রিপোর্ট ডট লাইভ পোর্টালের হয়ে নির্বাচন কমিশন বিটে কাজ করতেন। আগুনের ঘটনায় মোট ৪৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল ও শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ভোর ৫ টা থেকে মরদেহের পরিচ এ পর্যন্ত মোট ৪০টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয় ও ৪০টি মরদেহ হস্তান্তর করা হয়েছে ৪০ টি মরদেহ। বাকি ছয়জনের লাশ এখনো শনাক্ত হয়নি।

Share.