কুয়েতে ১৫ মিনিটে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত

0

ডেস্ক রিপোর্ট: কুয়েতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৫ মিনিটের মধ্যে তারাবির নামাজ আদায় করা বাধ্যতামূলক করা হয়েছে। এখন সে অনুযায়ীই হচ্ছে নামাজ। প্রবাসীদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতারা।দেশটির সরকারের পক্ষ থেকে ১৫ মিনিটের মধ্যে শেষ করতে বলায় ৮ রাকাতের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে এখন ৪ রাকাত তারাবির নামাজ আদায় করা হচ্ছে।উপসাগরীয় এ দেশটিতে করোনার সংক্রমণ ঠেকাতেই স্থানীয় ধর্ম মন্ত্রণালয় নতুন করে সিদ্ধান্তটি নিয়েছে। এ নিয়ম মানার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।কুয়েত প্রবাসীরা ও স্থানীয় নাগরিকরা সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন। প্রতিটি মসজিদে ভিড় হলেও নেই গাদাগাদি অবস্থা। গত রমজান মাসে মসজিদগুলো বন্ধ থাকায় নামাজের সুযোগ পাননি মুসল্লিরা। তবে এবার নামাজের সুযোগ পেয়ে তারা খুশি।এদিকে কুয়েতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দেশটিতে প্রতিদিন ১০ ঘণ্টার কারফিউ চলছে।

Share.