কোভিড নাইন্টিনে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু পাকিস্তানে

0

ডেস্ক রিপোর্ট: কোভিড নাইন্টিনে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে। গতকাল সেখানে নতুন করে ১৭ জন প্রাণ হারান। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯২ জনে। একইসঙ্গে দেশটিতে একদিনে সবথেকে বেশি আক্রান্তও হয়েছে এদিন। শনাক্ত হয়েছে ৭০৫ জন কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগি। সবমিলিয়ে পাকিস্তানে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, অর্থনৈতিক অক্ষমতার কারণে এমন অবস্থার মধ্যেই লকডাউন খুলে দিতে বাধ্য হচ্ছে পাক সরকার। নাজুক অর্থনীতির কারণে লকডাউন ঘোষণায়ও দেরি করা হয়েছিল। ইতিমধ্যে চালু হয়ে গেছে দেশটির কারখানাগুলো। তবে ঝড়বেগে বাড়ছে আক্রান্ত রোগির সংখ্যাও। এখন পর্যন্ত পাকিস্তানে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২০০০। এদিকে, পাক সরকার তাদের প্রতিদিন টেস্টের সংখ্যা বৃদ্ধি করেছে। সরকারের টার্গেট আস্তে আস্তে প্রতিদিন ২৫,০০০ মানুষের কোভিড নাইন্টিন পরীক্ষা করা। এখন পর্যন্ত দেশটি ১১ লাখ মানুষকে পরীক্ষা করেছে। অর্থাৎ প্রতি এক হাজারে ০.৫৩ জনকে পরীক্ষা করা হচ্ছে।

Share.