ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন

0

ঢাকা অফিস: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ক্ষমতাসীন দলের এমপি ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি। ডা. ইউনুস আলী সরকার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামের বাসিন্দা। পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে, ডা. ইউনুস আলীর মৃত্যুতে সাদুল্যাপুর ও পলাশবাড়ীর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share.