খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যা করার পরিকল্পনা চলছে: সেলিমা রহমান

0

ঢাকা অফিস: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলায় সাজা দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে সরকার, তাকে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, আমরা আশঙ্কা করছি খালেদা জিয়াকে ধীরে ধীরে হত্যা করার পরিকল্পনা চলছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয়তাবাদী সংগ্রামী দল’ আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। সেলিমা রহমান বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি হাটাচলা করতে পারছেন না। অথচ তার কোনো সুচিকিৎসা হচ্ছে না। আমরা বার বার বলেছি তাঁকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু সে সুযোগ দেয়া হচ্ছে না। তাকে জামিনও দেয়া হচ্ছে না। কারণ, খালেদা জিয়া বের হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, তাই এ সরকার তাঁকে ভয় পায়। আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অপর্না রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, বিএনপি নেতা শিরিন সুলতানা, শহিদুল ইসলাম বাবুল, ফরিদা ইয়াসমীন প্রমুখ। তৈমুর আলম খন্দকার বলেন, যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে সে মামলায় তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। অথচ তাঁকে জামিন দেয়া হচ্ছে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

Share.