খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, সাক্ষাৎ শেষে জানালেন ব্যারিস্টার খোকন

0

ঢাকা অফিস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার চাইলে চেয়ারপারসনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে অথবা বিদেশে তিনি উন্নত চিকিৎসা নিতে পারবেন। সে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন মুক্তিতে বেঁধে দেওয়া শর্তগুলো তুলে নিতে হবে, এমন নিশ্চয়তা পেলে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে।’গতকাল শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ব্যারিস্টার খোকন। এদিন রাত ৮টায় ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়ার এই আইনজীবী।জানা গেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ-সংক্রান্ত আবেদনের বিষয়ে চেয়ারপারসনের সঙ্গে ব্যারিস্টার খোকনের আলোচনা হয়েছে। গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্যারিস্টার খোকন। এরপর দ্বিতীয় দফায় দেখা করেন গত ২৯ আগস্ট।এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার চাইলেই শর্ত তুলে নিতে পারে। কারণ, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। করোনা পরিস্থিতির কারণে তাঁর যে চিকিৎসা, সেটা হচ্ছে না। সরকার যদি চায় চেয়ারপারসনের পরিবার আবেদন করলে শর্ত তুলে নেবে, তাহলে উন্নত চিকিৎসার স্বার্থে আবেদন করতে সমস্যা নেই। সেটা সরকার বললেই পারে। এ-সংক্রান্ত আবেদন একটা করাই আছে। প্রয়োজন হলে সরকার সেটাকেও অনুসরণ করতে পারে। এ মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। আমরা এ বিষয়টিতেই বেশি জোর দিচ্ছি।’

Share.