খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

0

ঢাকা অফিস: খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে পৃথকভাবে ভুখা মিছিল করেছেন। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়। খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা খালিশপুর শিল্পাঞ্চলে ভুখা মিছিল করেন। মিছিলটি প্লাটিনাম জুট মিল গেট থেকে নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাস স্ট্যান্ড ঘুরে আবারও নিজ নিজ মিল গেটে এসে শেষ হয়। গত ২৩ নভেম্বর পাটকল শ্রমিকরা গেট সভা করে ধর্মঘট, বিক্ষোভ ও আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে-২৭ নভেম্বর প্রতীকী অনশন, ২ ডিসেম্বর বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ধর্মঘট, ৮ ডিসেম্বর গেটসভা ও ১০ ডিসেম্বর নিজ নিজ মিল গেটে আমরণ অনশন। পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মরত স্থায়ী শ্রমিক রয়েছেন ১৩ হাজার ১৭০ জন এবং বদলি শ্রমিক সংখ্যা ১৭ হাজার ৪১৩ জন। এসব শ্রমিকের ৯ থেকে ১১ সপ্তাহের মজুরি এবং কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে।’

Share.