খুললো ভ্রমণকারীদের জন্য নিউজিল্যান্ডের দরজা

0

ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির জন্য ২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয় নিউজিল্যান্ডের সীমানা। সোমবার (১ আগস্ট) থেকে পুনরায় বিদেশি পর্যটকদের জন্য নিউজিল্যান্ডের সীমানা খোলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিজেদের নাগরিকদের জন্য প্রথম সীমানা খোলা শুরু করে দেশটি। সেই সঙ্গে শিথিল করতে থাকে কঠোর বিধি নিষেধ। বর্তমানে ভ্রমণকারী এবং শিক্ষার্থীদের জন্যেও ভিসা দিবে নিউজিল্যান্ড। সেই সঙ্গে বিদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ ক্রুজ জাহাজ এবং প্রমোদতরীর। তবে দেশটিতে ভ্রমণ করতে আগ্রহীদের অবশ্যই কোভিড প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণ করা থাকতে হবে। পাশাপাশি দেশটিতে পৌঁছানোর পরে অবশ্যই দুটি কোভিড পরীক্ষা করতে হবে। তবে কোয়ারেন্টাইনের কোনো শর্ত নেই। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার অকল্যান্ডে চায়না বিজনেস সামিটে বক্তৃতার সময় বলেছিলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায় একটি বিশাল মুহূর্ত ছিল। ফেব্রুয়ারি থেকে এটি আমাদের পক্ষ থেকে একটি মঞ্চস্থ এবং সতর্ক প্রক্রিয়া ছিল। কারণ আমরা বাকি বিশ্বের পাশাপাশি আমাদের জনগণকে নিরাপদ রেখে চলমান বৈশ্বিক মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক ছাত্ররা নিউজিল্যান্ডের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানকারী ছিল। শিক্ষা প্রদানকারীরা আশা করছেন সীমানা পুনরায় খোলার ফলে আবারও দেশের স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে। নিউজিল্যান্ডের পর্যটন মন্ত্রী স্টুয়ার্ট ন্যাশ বলেছেন, ক্রুজ জাহাজের প্রত্যাবর্তন স্থানীয় শিল্পের জন্যও ভাল দিক হবে। অধিকাংশ ক্রুজ ভিজিট হয় অক্টোবর থেকে এপ্রিলের উষ্ণ মাসগুলোতে। গ্রীষ্ম আমাদের সামগ্রিকভাবে বাম্পার পর্যটন মৌসুম। এর মানে এটি শিল্পের জন্য দারুণ অগ্রতির হবে।

Share.