গণটিকা নিতে মানুষের ভিড়

0

ঢাকা অফিস: গণটিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। আজ শুক্রবারও (২৫ ফেব্রুয়ারি) সব টিকাদান কেন্দ্র খোলা রাখা হয়েছে। আজ গণটিকা কার্যক্রম শুরুর আগেই আজ সকাল থেকে রাজধানীর পূর্ব রামপুরা হাইস্কুলে দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই এসেছেন ভোর ছয়টার পরপরই। অনেকে ভোটার আইডি কার্ড না থাকায় আগে টিকা নিতে পারিনি। এখন আইডি কার্ড ছাড়া টিকা দেওয়া হচ্ছে। এজন্য অনেকে সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিতে কোনো ধরনের নিবন্ধন, জন্মনিবন্ধন সার্টিফিকেট কিংবা পাসপোর্ট প্রয়োজন হবে না- এ খবরে এখন টিকা নিতে এসেছেন অনেকেই। বর্তমানে যারা টিকা নিতে আসছেন তাদের নাম, বয়স, ঠিকানা ও মোবাইল নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপতরের কর্মকর্তারা জানান, গত কয়েকদিন ধরে কেন্দ্রগুলোতে প্রথম ডোজের টিকা নিতে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। ২৬ ফেব্রুয়ারি এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। পরবর্তীতে দ্বিতীয় ও বুস্টার ডোজের কার্যক্রম জোরদার করা হবে।

Share.