গত বছর সৌদিতে ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

0

ডেস্ক রিপোর্ট: গত বছর সৌদি আরব ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যেটা গত ছয় বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড। মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রভের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আলজাজিরা। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০১৯ সালে সৌদি আরব ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের মধ্যে ৮৮ জন সৌদি নাগরিক এবং ৯০ জন বিদেশি ছিলেন। বাকি ৬ জনের জাতীয়তা নিয়ে নিশ্চিত হতে পারেনি সৌদি আরব। ২০১৯ সালের ২৩ এপ্রিল এক দিনেই কার্যকর হয় ৩৭ জনের মৃত্যুদণ্ড। এদের মধ্যে ৩ জন অপরাধ সংগঠনের সময় নাবালক ছিলেন।

Share.