গল্পের প্রয়োজনে হলে আপত্তি নেই:নোভা ফিরোজ

0

বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। প্রায় আট বছর পর আবারো ডেইলিসোপে অভিনয় করছেন। আগামী মাস থেকে শুটিং শুরু হচ্ছে আরটিভির ‘গোলমাল’ শিরোনামের প্রতিদিনের এই ধারাবাহিকের। এর প্রধান চরিত্রে দেখা যাবে নোভাকে। তিনি বলেন, লম্বা একটা সময় পর আবারো ডেইলিসোপে অভিনয় করতে যাচ্ছি। তাই ভালো কিছু দিয়ে যাত্রা হোক এটা চেয়েছি। তবে এখন এর বেশি কিছু বলতে চাই না। এর আগে এই অভিনেত্রীকে দেখা গেছে আফসানা মিমির জনপ্রিয় ‘ডলস হাউজ’ শিরোনামের ডেইলিসোপে।এছাড়া তার অভিনীত ‘মহানগর’ ও ‘আড্ডা’ শিরোনামের ধারাবাহিকও প্রশংসিত ছিলো। এদিকে লকডাউনের পর এরইমধ্যে এই অভিনেত্রী ক্যামেরার সামনে দাড়িয়েছেন। বাবা দিবসের জন্য রনি ভৌমিকের পরিচালনায় একটি ওভিসির কাজ করেন তিনি। এ প্রসঙ্গে নোভা বলেন, স্বাস্থ্যবিধি মেনেই কাজটি করেছি। আমাদের জীবন নির্বাহ কাজের ওপর ডিপেন্ড করে। তাই সব সময় ঘরে থাকা যায় না। তবে সতর্কতা অবলম্বন করেই সবার কাজ করা উচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশের কয়েকটি ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য ও সংলাপ নিয়ে বেশ আলোচনা-সমালোচনায় চলছে। এ নিয়ে আপনার মন্তব্য কী? উত্তরে নোভা বলেন, ওয়েব সিরিজ টিভি চ্যানেলের জন্য নির্মাণ হয় না। এটি ডিজিটাল প্লাটফর্মে দেখতে হয়। ডিজিটাল প্লাটফর্ম সারা বিশ্বময়। আমি মনে করি ওয়েব সিরিজ দেখার সময় আন্তর্জাতিক বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। আমিও এরমধ্যে একটি সিরিজ দেখেছি। আমার কাছে ভালো লেগেছে। নোভার কথার প্রসঙ্গ ধরে জানতে চাওয়া এই ধরনের ওয়েব সিরিজে কাজ করতে কী আগ্রহী? উত্তরে তিনি বলেন, আমি আগে দেখবো আমার চরিত্রটির দৃশ্যগুলো গল্পের প্রয়োজনে নাকি কেবল দর্শকদের আকর্ষন করার জন্য। পরিচালকের সঙ্গে চরিত্রটি নিয়ে আলোচনা করবো। গল্পের প্রয়োজনে হলে আমার আপত্তি নেই। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় সবাইকে ঘরে থাকতে হচ্ছে। কাজের বাইরে এই সময়টা কিভাবে কাটছে? তিনি বলেন, রান্না-বান্না করছি। একইসাথে ছেলেকে সময় দিচ্ছি। এই সময়ে আমার একটা বিষয় উপলব্ধি হয়েছে। সেটি হলো আমরা নিজেদের বুঝতে শিখছি। আমরা সবাই একটা দৌড় প্রতযোগিতার মধ্যে ছিলাম। কেন আর কিসের জন্য প্রতিযোগিতা সেটি বোঝার সময় ছিলো না। আমাদের উচিত কাছের মানুষদের সময় দেওয়া। একইসাথে নিজের প্রতিও যতœশীল হতে হবে।

Share.