গাইবান্ধায় জাতীয় শোক দিবস পালন ও সিরিজ বোমা হামলার প্রতিবাদে সমাবেশ

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস পালন ও ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করে। বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুণ বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বকর কাজল, যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদ হারুন, শহর শাখা যুবলীগের যুগ্ম আহ্বায় আশরাফুল ইসলাম পলাশ ও রকি দেবসহ রেজাউল করিম ভুট্টু, শহিদুল ইসলাম সঞ্জু, খন্দকার তানভির রায়হান তুহিন, রেজাউল করিম রেজা, কামনাশিস দেব বুলেট, রেজওয়ানুল্লাহ রুহেল, দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর ও ২০০৫ সালে জামায়াত-বিএনপি সরকারের মদদে জঙ্গি সংগঠন জেএমবির দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় দ্রুত বিচার দাবী করেন।

Share.