গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা প্রতিনিধি:  যৌতুকের লোভে ও পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আতোয়ার রহমানকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়া হয়েছে। আজ দুপুরে বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই দণ্ডাদেশ প্রদান করেন । মামলার বিবরণে বলা হয়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শতিরজান চর মুরশিদ গ্রামের বাসিন্দা আতাউর রহমানের সাথে আনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে দুজনের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো । এই নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ২০১৯ সালের ৬ই জানুয়ারি রাতে স্ত্রী আনোয়ারা বেগম প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে যায়। এসময় পেছন থেকে স্বামী আতাউর রহমান লোহার রড দিয়ে স্ত্রীর মাথায় উপর্যুপরি মারতে থাকে। তারপর গুরুতর আহত স্ত্রী আনোয়ারা বেগমকে টেনে হেঁচড়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে এসে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এসময় তার মেয়ে আইরিন আকতারের চিৎকারে লোকজন এগিয়ে আসে ঘটনা দেখতে পায়। এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে মামলাটির সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় প্রদান করা হয়।

 

 

Share.