শুক্রবার, এপ্রিল ২৬

গাইবান্ধা পৌরসভায় রাস্তা দখল করে টিনের বাউন্ডারী, দূর্ভোগে দেড়শতাধিক পরিবার

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌরসভা প্রফেসার কলোনী ও স্ধুসঢ়;ন্দর জাহান মোড়ে রাস্তা নিমানে বাধা দিচ্ছেন এবং পৌরসভার ম্যাপের রাস্তার জায়গায় পেশিশক্তি বলে ও অর্থের বিনিময়ে দখল করে নিয়ে টিনের বাউন্ডারী দিয়েছেন অত্র এলাকার বাসিন্দা সাজেন আলী ব্যাপারীর ছেলে সামছুল হক। এই রাস্তাটি অত্র এলাকার ১৫০ টির অধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা যেটি দখল করে রাখার কারণে পিছনের বসবাসকারী এই পরিবার গুলোর চলাচলে ব্যাপক দূভোর্গ পোহাতে হচ্ছে। এবিষয়ে স্থানীয়রা পৌর মেয়র ও সচিবসহ স্থানীয় কমিশনারকেও একাধিক বার জানানোর পরেও আজও কোন ধরণের ব্যবস্থা না নেওয়া বর্ষাকালে জনদূভোগ আরো ব্যাপক আকার ধারণ করছে । পায়ে হেটে চলাচল ও পরিবার গুলোর মালামাল আনা নেওয়া করতে হচ্ছে অত্র এলাকাবাসীকে । স্থানীয়রা জানান, গত ১৯৪২ ও ৬২ সালের রের্কড মুলে ম্যাপে এ পৌর রাস্তাটি আছে ১২ থেকে ১৪ ফিট সেই রাস্তাটি ধীরে ধীরে অভিনব কায়দায় দখল করে এখন তিন ফিটে এসে দাড়িয়েছে। অনেক জায়গায় দেখা যায় মানুষের চলাচলের জন্য কোটি টাকার সম্পদ নষ্ট করা হয় কিন্তু গাইবান্ধা পৌরসভার এ রাস্তাটি উল্টো দখল করে রেখেছেন এই সামসুল হক। স্থানীয়রা আরো জানান , এ বিষয়ে আমার পৌরসভায় অবগত করছি এবং আপনাদের গণকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। এ বিষয়ে গাইবান্ধা পৌর মেয়র এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন জানান, আমি বিষয়টি অবগত রয়েছি জনগণের দুর্ভোগ লাগবে আমরা উক্ত দখলকারী পরিবারটিকে পৌরসভা হতে নোটিশ প্রদান করেছি দখলকৃত রাস্তা জায়গা ছেড়ে দিতে।এখন যদি দখলকারী নিজ হতে দখল ছেড়ে না দেয় তা হলে আইনী সহায়তা নিয়ে আমাদের কেই দখলকৃত বাউন্ডারি উচ্ছেদ করতে হবে । পিছনে বসবাসরত পরিবার গুলো দুর্ভোগ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে গাইবান্ধা পৌরসভা ।

Share.