গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত

0

ডেস্ক রিপোর্ট: গাজা উপত্যকায় টানা পঞ্চম দিনের মতো বিমান হামলায় ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ও তিনজনকে আহত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার উত্তর পশ্চিম তীরের নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আদনান ওয়াসিম ইউসুফ আল-আরাজ (১৯) এবং সাইদ জিহাদ শাকের মাশাহ (৩২)। তারা মাথায় গুলি লেগে নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সী মহিলা রয়েছেন যিনি একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন। নাবলুসে প্রাণঘাতী অভিযানটি বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক অনুপ্রবেশের সর্বশেষ ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজে) সশস্ত্র গোষ্ঠীর কমান্ড সেন্টার এবং রকেট লঞ্চারে তার প্রাক-ভোর অভিযানে আঘাত করেছে। তাদের প্রকাশ করা ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণ এবং বোমা বিধ্বস্ত স্থান থেকে ধোঁয়ার মেঘ উঠছে। কয়েক ঘণ্টা পরে গাজা থেকে রকেট নিক্ষেপ করা হয়, সাইরেন স্থাপন করে এবং ইসরায়েলিদের সীমান্ত সম্প্রদায়ের বোমা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। শনিবার উভয় পক্ষ থেকে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, মঙ্গলবার থেকে বোমা হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ছয় শিশু রয়েছে।

Share.