ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রোববার গাজার খান ইউনিস জেলার বেইত হানুন শহরে হামাসের একটি স্থাপনার ওপর ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। রকেট ইসরায়েলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
গাজায় ইসরায়েলের বিমান হামলা
0
Share.