বয়লার বিস্ফোরণে এক চীনা নাগরিক দগ্ধ

0

ঢাকা অফিস: ঢাকার গাজীপুরের ধীরাশ্রম ইন্টেলিজেন্ট কার্ড লিঃ কোম্পানিতে ব্য়লার মেশিন বিস্ফোরণে লু ইয়াং(৪২)নামের এক চীনা নাগরিক দগ্ধ।তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৮ ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে দগ্ধ ব্যবস্থায় বিকেল চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধকে নিয়ে আসা রাব্বি গাজী জানান, গাজীপুর ধীরাশ্রম ইন্টেলিজেন্ট কার্ড লিঃ কোম্পানিতে ব্য়লার মেশিন বিস্ফোরণে লু ইয়াং(৪২)দগ্ধ হয় পরে তাকে ব্যবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসে চিকিৎসা দিন রয়েছে।তিনি জানান, উত্তরা জাবির আবাসিক হোটেলে ওঠেন তিনি। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম জানান, গাজীপুর থেকে বয়লার বিস্ফোরণ হয়ে এক চীনা নাগরিক আমাদের এখানে এসেছে। তার শরীর গলা বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে তার ৫০শতাংশ দগ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক তাকে ভর্তি দেওয়া হয়েছে।

Share.