গাড়িচাপায় ইসরায়েলি পুলিশ নিহত, আটক ফিলিস্তিনি কিশোর

0

ডেস্ক রিপোর্ট: রবিবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েলের একটি চেকপয়েন্টে গাড়ি চাপায় এক ইসরায়েলি পুলিশ সদস্য নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, গাড়িটি এক ফিলিস্তিনি কিশোর (১৭) চালাচ্ছিল। খবর টাইমস অব ইসরায়েলের। নিহত পুলিশ কর্মকর্তার নাম বারাক মেশুলাম (২৯)। তিনি দুই সন্তানের পিতা। প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ঘটনার শোক জানিয়ে বলেন, আরিয়েলা (মেশুলামের স্ত্রী), সাড়ে তিন বছরের আলমা এবং এক বছর বয়সী লিও (নিহতের দুই সন্তান), আমরা তাদের দুঃখের ভাগিদার। ঘটনার পর ইসরায়েলের পুলিশ প্রধান কোবি শাবতাই ঘোষণা করেছেন, যদি কেউ অফিসারদের জীবনের ক্ষতি করে চেকপয়েন্ট ভেঙ্গে যাওয়ার চেষ্টা করে তবে তাদের ওপর গুলি চালানোর অনুমতি রয়েছে৷ পুলিশ রবিবার বলেছে, ১৭ বছর বয়সী ফিলিস্তিনিকে পুলিশ মাস্টার সার্জেন্ট বারাক মেশুলামকে হত্যার দায়ে তদন্তের জন্য গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। রবিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয় এবং আরও একদিনের জন্য হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়েছে।

Share.