মঙ্গলবার, ডিসেম্বর ২৪

গাড়ি চুরির দায়ে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

0

ডেস্ক রিপোর্ট: গাড়ি চুরির দায়ে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে ভারতের মরাদাবাদে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত মঙ্গলবার সাব ইন্সপেক্টর সচীন দয়াল নামে একজনকে গাড়ি চুরির অভিযোগে দেশটির পুলিশ বাহিনী গ্রেফতার করে। জানা যায়, ওই পুলিশ কর্মকর্তাকে আগের এক মামলায় সাসপেন্ড করা হয়েছে। দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তারা জানান, তিনি ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্তের মধ্যে আছেন। পুলিশ লাইন থেকে এক কন্সটেবলের গাড়ি চুরি করেন তিনি। বর্তমানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার নামে মামলা করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমি উদ্বিগ্ন ও হতাশায় ছিলাম। মানুষ হতাশায় থাকলে এমন কাজ করে। এই ঘটনায় তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এনডিটিভি।

Share.