গুঁড়িয়ে দেওয়া হলো ফ্লোরিডার সেই ভবনের বাকি অংশ

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ধসে পড়া ১২ তলা ভবনের বাকি অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (০৪ জুলাই) সময় রাত সাড়ে ১০ টায় ঝুঁকিপূর্ণ ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়।স্থানীয় মেয়র জানান, ভবনের নতুন ধ্বংসাবশেষ দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে উদ্ধার কাজ আগামী মঙ্গবার থেকে শুরু করা হবে। ফ্লোরিডার উপকূলে ধেয়ে আসা হারিকেন এলসার কারণেই আপাতত উদ্ধার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।মূলত, উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। গত ২৪ জুন ভবনের এক অংশ ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২১ জন।বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে মিয়ামির উত্তরাংশের সার্ফসাইড এলাকায় আকস্মিকভাবে ধসে পড়ে চ্যাম্পলাইন টাওয়ার নামের ১২ তলা ওই আবাসিক ভবনের অর্ধেক অংশ।ভবনটির অধিকাংশ বাসিন্দা তখন ঘুমিয়ে ছিলেন। ১৯৮০ সালে নির্মিত সেই ভবনটিতে ১৩০ টি ইউনিট ছিল। ধসের ফলে ১৩০ টি ইউনিটের অর্ধেক, অর্থাৎ ৬৫ টি ইউনিটই তছনছ হয়ে গেছে।

Share.