ঘন কুয়াশায় চট্টগ্রামে নামতে পারল না তিন ফ্লাইট

0

ঢাকা অফিস: ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। আজ সোমবার বাংলাদেশ সময় সকালে ফ্লাইটগুলো চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে সকালের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে ছাড়বে বলে জানা গেছে। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টায় দোহা থেকে উড়ে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে আকাশে আধঘণ্টা অবস্থান করে পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়। এরপর বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট এবং ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটিও ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

Share.