ঘরের মাঠে লেস্টারের জয়

0

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দিয়েছিল লেস্টার সিটি। সোমবার কিং পাওয়ার স্টেডিয়ামে উইলফ্রেড জাহার গোলে শুরুতেই পিছিয়ে পড়ে লেস্টার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে টিমোথি কাস্টাগনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে কিলেচি ইহিয়ানাচোর নৈপুণ্যে ২-১ গোলের জয় পায় ব্রেন্ড রজার্সের দল।ঘরের মাঠে ম্যাচজুড়ে ৬৭ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় লেস্টার, যার ৫টি লক্ষ্যে ছিল। অপরদিকে এক তৃতীয়াংশ বল দখলে রাখা ক্রিস্টাল প্যালেস ৪টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখে। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। এসময় উইলফ্রেড জাহা দলকে লিড এনে দেন।বিরতির পর ‘দ্য ফক্স’ শিবিরকে সমতায় ফেরান টিমোথি কাস্টাগনে। ৫০তম মিনিটে ডান দিকের বাই লাইন থেকে সতীর্থকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কাস্টাগনে।এরপর পাস পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান রাইট ব্যাক।ম্যাচের শেষাংশে জয়সূচক গোলটি করেন কেলেচি ইহিয়ানাচো। ৮০তম মিনিটে ডি-বক্সের কোণায় বল পেয়ে একজনকে কাটিয়ে উড়িয়ে মারেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার, গোলরক্ষক কিছু বোঝার আগেই বল জালে জড়ায়।৩৩ ম্যাচে ১৯ জয় ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান লেস্টার সিটির। ৩২ ম্যাচে ১০ জয় ৮ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম ক্রিস্টাল প্যালেস।৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

Share.