ঘর থেকে বের হতেই সামনে ১২ ফুট সাপ

0

ডেস্ক রিপোর্ট: সাপে ভয় পান না এমন মানুষ খুব কমই আছেন। তাও আবার ১২ ফুট শঙ্খচূড়!সম্প্রতি ভারতের তামিলনাড়ুর এক ব্যবসায়ী শ্রীধর ভেম্বু একটি ছবি নেটমাধ্যমে ছেড়েছেন। সেখানে দেখা যাচ্ছে ঝোপ থেকে মুখ বাড়িয়ে আছে একটা শঙ্খচূড়। শ্রীধর জানিয়েছেন, ঘর থেকে বেরোতেই আচমকা বিশালাকার সরীসৃপটির মুখোমুখি হন।১২ ফুট দৈর্ঘ্যের এই সাপটির মুখোমুখি হলে অনেকটা আতঙ্কিত হন তিনি। কিন্তু একই সঙ্গে এই সরীসৃপের দেখা মেলায় তিনি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন শ্রীধর। টুইটে তিনি লেখেন, ‘শুভ দিন। ১২ ফুটের বিশাল এক শঙ্খচূড় আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। বন দপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। কাছেই পাহাড়ি জঙ্গলে সাপটিকে ছেড়ে দিয়ে এসেছেন তারা।’সাপের সঙ্গে ছবিও তুলেছেন শ্রীধর। এ প্রসঙ্গে বলেছেন, ‘সাপটিকে ছোঁয়ার সাহস দেখিয়েছি।’ এর পরই শ্রীধর জানিয়েছেন, এটা ভেবেই ভালো লাগছে যে এই এলাকায় শঙ্খচূড়ের অস্তিত্ব মিলেছে। সুস্থ পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।একই সঙ্গে শ্রীধর বলেন, ‘যদি বাস্তুতন্ত্রকে ভালো ভাবে রক্ষা করতে পারি, এ রকম সুন্দর প্রাণিদের আমরা চিরতরে হারাব না।’হঠাৎ বিশালাকার সাপের মুখোমুখি হওয়াটা তিনি খুব উপভোগ করেছেন বলেই দাবি শ্রীধরের। সূত্র: আনন্দবাজার।

Share.