সার্কে তালেবানকে চাইল পাকিস্তান, প্রতিবাদে ভেস্তে গেল বৈঠক

0

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে তালেবানকে চেয়েছে পাকিস্তান। কিন্তু সেই দাবির সঙ্গে একমত নয় সংস্থার অন্যান্য সদস্য দেশ। ফলে শনিবার থেকে নিউ ইয়র্কে সার্ক এর বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও আনন্দবাজার পত্রিকা বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতি বছর জাতিসংঘের সাধারণ সভার পর সার্ক-এর বৈঠক হয়। চলতি বছর নেপাল ছিল বৈঠকের আয়োজক দেশ। সূত্র জানায়, বেশির ভাগ দেশ চেয়েছিল চলতি বছর বৈঠকে আফগানিস্তানের আসনটি খালি থাকুক। কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তান। ফলে শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে গেছে।আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর ভারত সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। গত সপ্তাহে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তালেবান সরকারে কোনও মহিলা প্রতিনিধি নেই। তারা জনতার দ্বারা নির্বাচিত নয়। তাই তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশের ভালো করে চিন্তা-ভাবনা করা উচিত।উল্লেখ্য, সার্ক-এ অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।

Share.